রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

রাজশাহীতে চৈত্রের খরতাপ যেন আর কাটছেই না। আগুন ঝরা আবহাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা দেখা দিয়েছে। একটু শীতল পরশের জন্য ব্যকুল হয়ে উঠেছে পদ্মাপাড়ের মানুষ।

রাজশাহীতে ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দুপুর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। শনিবার বেলা ৩টায় রাজশাহীতে ৩৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে উঠে যাওয়ায় কয়েক দিন ধরে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ মাঝারিতে রূপ নিয়েছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, ‘রাজশাহী অঞ্চলে এ রকম তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে হঠাৎ বৃষ্টিরও সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে বলেও জানান তিনি।’

এআর-০৬/০৮/০৪ (উত্তরাঞ্চল ডেস্ক)