‘প্রতিটি মিডিয়া হাউজে নিজস্ব ফ্যাক্ট-চেকার থাকা জরুরি’

সংবাদমাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে নিজস্ব ফ্যাক্ট-চেকার থাকাটা জরুরি বলে মনে করছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষকেরা।

শনিবার (১৩ মে) রাজধানী ঢাকার একটি হোটেলে শিক্ষকদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে দুইদিনের প্রশিক্ষণের সমাপণে একথা বলেন তারা। দেশের ২৩ টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২৫ জন শিক্ষক এই কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন।

সেখানে তারা আরো বলেন, ফ্যাক্ট-চেকিংকে ক্যারিয়ার হিসেবে নেয়ার সুযোগ বাড়ছে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের।

পরে বাংলাদেশ ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (বিএফসিএন) নামে ফেসবুকভিত্তিক একটি প্লাটফর্মে যুক্ত হোন তারা। এই নেটওয়ার্কে শিক্ষক, পেশাদার ফ্যাক্ট-চেকার, সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষার্থীরাও যুক্ত হবেন। এর মাধ্যমে তারা ভুল-তথ্য শনাক্তে পরস্পরকে সহায়তা করবেন।

ইউরোপিয়ান ইউনিয়ন ও ইন্টারনিউজের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ-সিসিডি বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন ইন্টারনিউজের কান্ট্রি ডিরেক্টর শামীম আরা শিউলি ও সিসিডি বাংলাদেশের পরিচালক জি এম মুরতুজা।

এআর-০১/১৩/০৫ (ন্যাশনাল ডেস্ক)