পাকিস্তান থেকে শ্রীলংকায় পৌঁছেছে বাংলাদেশ দল

পাকিস্তানের কাছে হারের তিক্ত স্বাদ নিয়ে এশিয়া কাপের সুপার ফোরের বাকী দুই ম্যাচ খেলতে শ্রীলংকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে কলম্বোতে পা রাখে সাকিব-মুশফিকরা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের বাকী দু’ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ৯ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ১৫ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামীকাল বিকেল ৫টা ৩০ মিনিট থেকে অনুশীলন করবে বাংলাদেশ।

ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে শ্রীলংকার বিপক্ষে জিততেই হবে টাইগারদের। ইতোমধ্যে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে পাল্লেকেলেতে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করেছিলো বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরের টিকিট পায় টাইগাররা।

এআর-০৪/০৭/০৯ (স্পোর্টস ডেস্ক)