রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের অন্যতম প্রতিষ্ঠাতা অক্ষয়কুমার মৈত্রেয়ের ৯৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র রিচার্জ মিউজিয়ামের উপ গ্রন্থাগারিক মো. আসলাম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের পরিচালক প্রফেসর ড. কাজী এম মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মাদ মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মহা. ফরিদ উদ্দিন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতেখার আলম মাসুদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিসিডি বাংলাদেশের চেয়ারপারসন ওয়ালিউর রহমান বাবু, মুক্তিযুদ্ধ ও সাংবাদিক মাহমুদ জামাল কাদেরীসহ বরেন্দ্র রিচার্জ মিউজিয়ামের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় মুখ্য আলোচক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় হেরিটেজের সভাপতি মাহবুব সিদ্দিকী বলেন, অক্ষয়কুমার মৈত্রেয় -এর বরেন্দ্র রিচার্জ মিউজিয়াম প্রতিষ্ঠাতার সফলতা, তার জীবন কাহিনী, সফলতার ও সংগ্রামের গল্প, জাদুঘরে প্রদর্শনের জন্য বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র কিভাবে সংগ্রহ করেছিলেন এবং এই বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম কিভাবে আরো বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়া যায় তা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অক্ষয়কুমার মৈত্রেয় ১০ ফেব্রুয়ারি ১৯৩০ সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন প্রখ্যাত বাঙালি ইতিহাসবেত্তা ও সমাজকর্মী। তিনি বাংলাদেশের রাজশাহী জেলার তৎকালীন নেতৃস্থানীয় আইনজীবী ছিলেন। মানবিক জ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে ইতিহাস, সাহিত্য, ভাষা, সংস্কৃতি, চিত্রকলা এবং প্রত্নতত্ত্ব বিষয়ে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
এআর-০২/১১/০২ (নিজস্ব প্রতিবেদক)