রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্বদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত এই বইমেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
বইমেলায় প্রায় ৫০টি স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশক ও বই বিপণন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও অনুষদ এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বইমেলায় ৪৮ থেকে ৫৩ নম্বর স্টল পর্যন্ত বই নিয়ে থাকবে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন। এছাড়া বইমেলায় রয়েছে লেখক-পাঠক কর্ণার, জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী।
এআর-০১/১৯/০২ (শিক্ষা ডেস্ক)