ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি না মেনে ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।
সোমবার বিকেল চারটায় মহাখালীতে পথসভা করে দলটি। এরপর সেখান থেকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাখালী থেকে নাবিস্কো হয়ে মগবাজারে এসে শেষ হয়।
পথসভায় রেজাউল করিম ইসরায়েলকে সন্ত্রাসী ও দখলদারি দেশ বলে মন্তব্য করেন। তিনি বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েল শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় গণহত্যা চালিয়েছে। হাজার হাজার শিশু, নারী-পুরুষকে হত্যা করেছে। একের পর এক যুদ্ধাপরাধ করেছে।
গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও বিশ্বের শান্তিপ্রিয় মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই নেতা। পাশাপাশি তিনি ইসলামি রাষ্ট্রগুলোকে একত্র করে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) এ যুদ্ধ বন্ধে অবিলম্বে বৈঠক ডাকার আহ্বানও জানান।
গাজায় গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনে ইসরায়েলকে যারা ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন রেজাউল করিম। তিনি বলেন, অবিলম্বে এসব বন্ধ না হলে গোটা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলবে। মুসলিমরা ইসরায়েল ও তাদের সহযোগী রাষ্ট্রগুলোর পণ্য বর্জন করবে। পথসভা শেষে মিছিল বের হয়।
এআর-০৬/০৭/০১ (জাতীয় ডেস্ক)