নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সানজিদা বিপ্রা। সম্প্রতি প্রকাশ হয়েছে তার গাওয়া প্রথম আধুনিক গান ‘পাবে না আমাকে’।
মিজানুর রাফির কথায় গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন। গানটি প্রকাশ হয়েছে বিপ্রার ইউটিউব চ্যানেল থেকে।
রাজশাহীর মেয়ে বিপ্রা গান শিখেছেন প্রয়াত ওস্তাদ রবিউল হোসেনের কাছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। রাজশাহী বেতারেও এনলিস্টেড এই শিল্পীর বর্তমানে নিজের পরজ শিল্প একাডেমী নামে সংগীত বিষয়ক স্কুল রয়েছে। যেখানে মূলত ক্লাসিক্যাল, পাশাপাশি অন্যান্য ধারার গানও শেখানো হয়। সবমিলিয়ে গানের সাথেই দিনরাত্রি যাপন তার।
এআর-০১/১১/০৪ (বিনোদন ডেস্ক)