১০ অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন বাতিল

দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিল করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিডার চেয়ারম্যান বলেন, বিগত সরকারের আমলে নেওয়া ইকোনমিক জোনের মধ্যে ১০টি বাতিল করা হয়েছে। সরকারের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অষ্টম গভর্নিং বোর্ড সভা এই সিদ্ধান্ত নিয়েছে।

বাতিলযোগ্য সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সিগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর), ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।

বাতিলযোগ্য বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো গার্মেন্টস শিল্প পার্ক, বিজিএমইএ (মুন্সিগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা), সোনারগাঁ অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।

বিগত আওয়ামী লীগ সরকার দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা দিয়েছিল। শেষ পর্যন্ত ৯৭টির উদ্যোগ নেওয়া হয়, সেগুলোর মধ্যে ৬৮টিই ছিল সরকারি।

এআর-০৩/১৩/০৪ (জাতীয় ডেস্ক)