ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস করার প্রস্তাব করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এখন থেকে তারা ৫০০ টাকায় ৫ এমবিপিএস থেকে বাড়িয়ে ১০ এমবিপিএস গতির সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে।
শনিবার রাজধানীর বিটিআরসি ভবনে ইন্টারনেট সেবার মান নিয়ে এক সেমিনারে এই ঘোষণা দেয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)।
এ সময় সাশ্রয়ী মূল্যে ইন্টারনেটের মানসম্মত সেবা দেওয়ার বিষয়ে মোবাইল অপারেটরদের আহ্বান জানানো হয়।
টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) এই অনুষ্ঠানের আয়োজন করে। আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে গ্রাহকরা ১০ এমবিপিএস গতির সেবা পাবেন। যা আগে ৫ এমবিপিএস ছিল। এই সিদ্ধান্ত শনিবার থেকেই কার্যকর হবে।
তিনি আরও বলেন, আইএসপি অ্যাসোসিয়েশন ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস করতে চায় এবং এজন্য লাইসেন্স আপগ্রেডেশনের প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের দাবি জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। তারা সহজ শর্তে ঋণ প্রাপ্তিরও দাবি জানান।
এআর-০২/১৯/০৪ (জাতীয় ডেস্ক)