রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের রেডিও পদ্মা পরিদর্শন

রেডিও পদ্মা ৯৯.২ এফ.এম পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডের তত্ত্বাবধানে বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ২৯ তম ব্যাচের শিক্ষার্থীরা দেশের প্রথম কমিউনিটি বেতার পরিদর্শন করেন।

এসময় তারা কমিউনিটি রেডিও’র সম্প্রচার, অনুষ্ঠান ও কমিউনিটি রেডিও কিভাবে পরিচালিত হয় তা ঘুরে দেখেন। কমিউনিটি রেডিও’ চ্যালেঞ্জ ও সম্ভাবনা, অনুষ্ঠান নির্মাণ কৌশল, কমিউনিটি রেডিও নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের অবগত ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্টেশন ম্যানেজার শাহানা পারভীন ও সহকারি স্টেশন ম্যানেজার আসাদুর রহমান।

এআর-০১/২৩/০৪ (নিজস্ব প্রতিবেদক)