শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে আবারও চিঠি দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আরেক দফা তাগাদাও দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি আরো জানান, পুশ-ইন বন্ধে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এর আগে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আরেক দফা তাগাদাও দেওয়া হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, পুশ-ইন নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার চেষ্টা চলছে। সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে বলেও জানান তৌহিদ হোসেন।

পুশ-ইনের ঘটনা অনাকাঙ্খিত উল্লেখ কোরে তৌহিদ হোসেন বলেন, এ নিয়ে ভারতের সঙ্গে চিঠি চালাচালি এখনও অব্যাহত রয়েছে। আগামী ৮ জুন দ্বিপাক্ষিক সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য যাচ্ছেন এবং সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকও করবেন।

ভারতের ট্রান্সশিপমেন্টসহ অন্যান্য সুবিধা বাতিল প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লির এসব সিদ্ধান্তে বাংলাদেশের কোনো ক্ষতি নয় বরং লাভই হয়েছে। এর ফলে নিজেদের সক্ষমতা আরো বাড়ছে।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা আরেকটি চিঠি পাঠাবো, যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আবারও উল্লেখ করব। কনস্যুলার আলোপ আলোচনার যে প্রক্রিয়া আছে, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব।’

 
এআর-০২/০৩/০৬ (জাতীয় ডেস্ক)