ইরানে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগাযোগের জন্য তেহরান এবং ঢাকায় হটলাইন চালু করেছে সরকার।
সোমবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বতমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য তেহরানের বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে।
যেকোনো প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরগুলোতে (হোয়াটস অ্যাপসহ) সরাসরি যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন:
১। +৯৮৯৯০৮৫৭৭৩৬৮
২। +৯৮৯১২২০৬৫৭৪৫
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা- হটলাইন:
+৮৮০১৭১২০১২৮৪৭
এআর-০৩/১৬/০৬ (জাতীয় ডেস্ক)