মেসিকে রাগান্বিত দেখতে চান সাবেক সতীর্থ মার্তিন দিমিচিলিস

একসময় তিনি লিওনেল মেসির সতীর্থ ছিলেন। এখন আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব রিভার প্লেটের কোচের দায়িত্ব পালন করছেন মার্তিন দিমিচিলিস। বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে মেসি ও তাঁর দলকে লড়াইয়ের বার্তা দিয়েছেন সাবেক এই আর্জেন্টাইন সেন্টারব্যাক।বলেছেন, জয়ের জন্য সতীর্থদের উসকে দিতে মেসির উচিত ক্রোয়েশিয়ার বিপক্ষে তেতে থাকা। যেকোনো মূল্য আর্জেন্টিনাকে জিততে দেখতে চান বলেও জানিয়েছেন এই ম্যানচেস্টার সিটি তারকা।

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে গোল ও গোলে সহায়তা দুটোই করেছেন মেসি নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে এখন শিরোপা থেকে আর দুই কদম দূরে দাঁড়িয়ে আছে মেসি। আর দুটি ম্যাচ জিতলে হাতে উঠবে সোনার ট্রফি।

সেমিফাইনালে মেসিকে কেমন দেখতে চান জানাতে গিয়ে দিমিচিলিস বলেছেন, ‘আমি তাকে রাগান্বিত দেখতে চাই। এটা তার অন্য সতীর্থদেরও উজ্জীবিত করবে। সে এখন পরিপক্ব, যেখানে সে ভাবতে পারে যে এটাই তার শেষ বিশ্বকাপ হতে পারে। সে তার সর্বোচ্চটা দিচ্ছে, তার আশপাশে দারুণ কিছু খেলোয়াড় আছে, যারা জানে কীভাবে চাহিদা পূরণ করতে হয়। জিততে না পারার বিষয়টা তার সহ্য হবে না।

গতকাল দোহায় অনুশীলনে আর্জেন্টিনার লিওনেল মেসি ও ক্রোয়েশিয়ার লুকা মদরিচ। দুই ‘এলএম১০এর লড়াই আজ। ম্যাচ শেষে ফাইনালে ওঠার উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়বেন একজন সেমিফাইনালে দুর্দান্ত মেসিকে দেখতে চাওয়া দিমিচিলিস আরও বলেছেন, ‘মানসিকভাবে সে যে অবস্থায় আছে, সেটা দারুণ বাপার।

ম্যাচজুড়ে তাঁকে দেখা যাক কিংবা না যাক, সে ম্যাচের ভারসাম্য বদলে দিতে পারে। এখানে অনেক ভালো খেলোয়াড় আছে, তবে প্রতিভাবানদের সব সময় আলাদাভাবে সম্মান করতে হয়। কারণ, কোনো একটা পর্যায়ে তারা আবির্ভূত হতে পারে এবং যেভাবে সে হয়। আশা করি, সেমিফাইনালে আবার মেসিকে সে রূপে দেখা যাবে।

বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নিকোলাস ওতামেন্দি। বিশ্বকাপে জিতে এই ডিফেন্ডারকে আর্জেন্টিনায় এসে ক্যারিয়ার শেষ করার পরামর্শও দিয়েছেন দিমিচিলিস, নিকো আমি তোমাকে বলছি। আমি চাই, তুমি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রিভারে ফিরে এসো, যাতে আর্জেন্টিনা ফুটবলের সবাই তোমাকে সম্মান করে।

শান্ত-(স্পোর্টস ডেস্ক)