নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। আর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। খবর এনডিটিভির।
রোববার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। জীবিত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা নেপালের নাগরিক।
নেপালের সিভিল এভিয়েশন অথোরিটির তথ্য অনুযায়ী, ইয়েতি এয়ারলাইন্সের ৯এন-এএনসি এটিআর-৭২ বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে পোখারার উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের ২০ মিনিটের মধ্যে পোখারা বিমানবন্দরে অবতরণের সময় পুরাতন ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় নেপালি সেনাবাহিনী।
এদিকে বিমান বিধ্বস্তের এ ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে নেপাল সরকার। এ ছাড়া আগামীকাল সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল।
এআর-০১/১৫/০১ (আন্তর্জাতিক ডেস্ক)