ভাষার মাসের প্রথম দিনে মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৩’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বেলা ৩টায় রাজধানীর বাংলা একাডেমি বইমেলার উদ্বোধন করেন তিনি।
এবারের বইমেলার প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বইমেলা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বইমেলা ছুটির দিন বাদে প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।
গত তিন বছর প্রধানমন্ত্রী মেলায় উপস্থিত হতে পারেননি। তিনি বইমেলা উদ্বোধন করেছেন ডিজিটালি সংযুক্ত হয়ে।
এআর-০১/০২/০১ (ন্যাশনাল ডেস্ক)