তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার করল বাংলাদেশি দল

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কের বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছেন। এরমধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়।

এদিকে, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর বাংলাদেশসহ বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল গত ৮ ফেব্রুয়ারি রাতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল।

এসএ-১৫/০২/২৩ (জাতীয় ডেস্ক)