সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদি আরববাসী।

সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে।

খালিজ টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার ২১ এপ্রিল দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর এর মাধ্যমে হিজরি সনের প্রথম মাস পবিত্র শাওয়ালও শুরু হবে।

এর আগে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় সকল মুসলমানকে চাঁদ দেখার চেষ্টা করতে অনুরোধ করেছিল। সাধারণত হিজরি সনের মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। আর এটা সম্পূর্ণ নির্ভর করে চাঁদ দেখার ওপরই। আর চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে এবারের পবিত্র রমজান মাস ২৯ দিনে শেষ হলো।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এদিন সারা দেশ থেকে চাঁদ দেখার সংবাদ পাওয়া সাপেক্ষে কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন।

এআর-০১/২১/০৪ (ন্যাশনাল ডেস্ক)