ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান

ফিলিস্তিনির ওপর আগ্রাসন চালানো ইসরাইলের সঙ্গে মুসলিম বিশ্বের সব ধরনের সম্পর্ক ছিন্নের দাবির মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক মাহমুদুর রহমান। এরপর ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে লাখো মানুষের অশ্রুতে ইসরাইলি হামলা বন্ধ, শিশু ও নারীদের মৃত্যুবরণকারীদের জন্য প্রার্থনা করা হয়।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেল ৩টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও এর কিছু পরে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত হন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বিএনপির পক্ষ থেকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারির জেনারেল রেজাউল করিম ও দক্ষিণের সেক্রেটারির জেনারেল শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন সমাবেশে।

সংহতি সমাবেশে যোগ দিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে রওনা দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরো বাড়তে থাকে। বেলা ১টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দীর মাঠ। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও প্রতিবাদী মানুষের ঢল আশেপাশে শাহবাগ, প্রেসক্লাব, জিরো পয়েন্ট, নীলক্ষেত, আজিমপুর এলাকা ছাড়িয়ে যায়।

এআর-০২/১২/০৪ (জাতীয় ডেস্ক)