দেশের বিভিন্ন জেলার ২৪টি ভৌগোলিক নির্দেশক পণ্যের জিআই সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জের গামছা, সুন্দরবনের মধু, সিলেটের মনিপুরী শাড়ি, মধুপুরের আনারস, ঢাকাই ফুটি কর্পাস তুলার বীজ ও গাছ, ঢাকাই ফুটি কর্পাস তুলা, কুমিল্লার খাদি, সিরাজগঞ্জের লুঙ্গি, কুমারখালির বেডশিট, মিরপুরের কাতান শাড়ি, নরসিংদীর লটকন, গাজীপুরের কাঁঠাল।
বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব পণ্যের জিআই সনদ দেওয়া হয়।
শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সংগীত সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ নানা রকমের গানকে বাইরের দেশে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবে সংস্কৃতি মন্ত্রণালয়।’
সংগীত শিল্পীদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এআর-০২/৩০/০৪ (জাতীয় ডেস্ক)