চোখের পাতা কাঁপা বিপদে পড়ার লক্ষণ

চোখের পাতা

চোখের পাতা কাঁপছে? তার মানে আপনি বিপদে আছেন। বৈজ্ঞানিক পরিভাষায় এটি শারীরিক সমস্যার লক্ষণ। চোখের এ পাতা কাঁপাকে ‘মায়োকিমিয়া’ বলা হয়।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, চোখের দৃষ্টির সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, ক্লান্তি, পরিমিত পরিমাণ ঘুমের অভাব, অতিরিক্ত ক্যাফেন ও অ্যালকোহল পান এবং এলার্জি থাকলে চোখের পেশী সংকোচিত হয়। আর এ কারণেই চোখের পাতা কাঁপে।

এছাড়া বেশিক্ষণ মোবাইল, কম্পিউটার বা টিভির দিকে তাকিয়ে থাকলে স্কিনের আলো চোখের দৃষ্টির সমস্যা করতে পারে। যা থেকে চোখের পাতা কাঁপতে পারে। দুই এক বার চোখের পাতা কাঁপলে তার জন্য তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন নেই।

অস্বাভাবিকভাবে চোখের পাতা কাঁপতে থাকলে চোখে গরম ভাপ বা বিশ্রাম নিলে এ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। অ্যালার্জি থেকে চোখের পাতা কাঁপলে অ্যান্টিহিস্টামিন ওষুধ ক্ষেতে হবে। এ সমস্যা চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরএম-০৫/১৯/১২ (লাইফস্টাইল ডেস্ক)