‘আমি ৪০, যাঁকে ভালোবাসি সে ২১, ও আমাকে কষ্ট দিচ্ছে … ’

আমি ৪০

আমার বয়স ৪০ ৷ আমি একটি হাইপ্রোফাইল কর্পোরেট সংস্থার উঁচু পদে কাজ করি ৷ সেখানেই প্রায় মাস আটেক আগে ট্রেনি হিসেবে যোগ দেয় একটি মেয়ে ৷ বয়স ২১ ৷ শুরু থেকেই ওঁর প্রতি একটা টান অনুভব করি ৷

মেয়েটিও আমার প্রতি ইন্টরেস্টটেড বিভিন্ন আচরণে সেটা বুঝিয়ে দিয়েছিল ৷ এমনকি একসঙ্গে প্রথম লাঞ্চে যাওয়ার প্রস্তাবটা সেই দিয়েছিল ৷

ক্রমেই সেটা লাঞ্চ ডেট থেকে বেরিয়ে সিনেমা সেখান থেকে বাড়ির বেডরুম অবধি পৌঁছে যায় ৷

একদম ক্যাজুয়াল যে সম্পর্ক তৈরি হয়েছিল আমরা তাতে বেশ জড়িয়ে গেছি বলেই আমার মনে হয় ৷ এমনকি আমি এই সম্পর্কটা নিয়ে সত্যি সত্যিই সিরিয়াস হয়ে পড়েছি গত চার মাসে ৷

আমার জীবনে কোনও বিয়ে হয়নি , তবে হ্যাঁ এর আগেও আমার দুটি সিরিয়াস সম্পর্ক ছিল ৷ আমি কখনো সেটা লুকোয়নি ওঁকে ৷ পাশাপাশি বয়সের পার্থক্য থাকলেও আমাদের মিলনে তা কখনও শৈত্য আনতে পারেনি ৷ আমাদের মিলন সবসময়েই দারুণ আনন্দ দেয় দু‘জনকেই ৷

আমি ওঁকে বিয়ে করতে চাওয়াতেই গণ্ডগোলের শুরু ৷ ওর দাবি এই সম্পর্কটা ওর ভালো লাগে কিন্তু ও বিয়ে করবে না আমাকে ৷ আমি জাস্ট ভাবতে পারছি না ৷

সাইকোলজিস্ট জানাচ্ছেন আপনাকে শক্ত হতে হবে ৷ এটা আর যাই হোক সত্যি ভালোবাসা কখনই নয় ৷ একদম এক ঝটকায় নিজেকে সরিয়ে নিন ৷ ধীরেধীরে এই সম্পর্ক থেকে সরাতে গেলে ভুল করবেন ৷

আপনি নিশ্চয় আপনার প্রকৃত ভালোবাসা খুঁজে পাবেন ৷ আর এই মেয়েটিকেও আপনার থেকে অকারণ সুযোগ নেওয়া বন্ধ করে দিন ৷

আরএম-০৮/২২/১৮ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: নিউজ১৮)