জানেন কি পুরুষদের দুইয়ের বেশি স্তনবৃন্ত থাকে?

জানেন কি পুরুষদের

বলতে পারেন একই ব্যক্তির দু-চোখ কখন ভিন্ন রঙের হয়? বলুন তো, দুটোর বেশি স্তনবৃন্ত থাকার সম্ভাবনা কাদের? ‘আদম অ্যাপল’ কি শুধু পুরুষেরই থাকে? কারও হাতে যদি এক্সট্রা আঙুল গজায়, সেটা কোথায় বেরোবে? সত্যি সত্যিই কি মানুষের লেজ দেখা দিতে পারে নাকি শহুরে মিথ?

আসুন, ভিন্ন রঙের দু-চোখ দিয়েই শুরুটা করা যাক। পশুদের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক, তবে এই হেটেরোক্রোমিয়া মানুষের ক্ষেত্রে বিরলই। খুব বেশি মাত্রায় বা খুব কম পিগমেন্টের উপস্থিতির কারণে এমনটা হয়। সাধারণত চোখে আঘাত থেকেই এমনটা হয়ে থাকে। তবে জেনেটিক কারণেও এমন হয়।

স্ত্রী বা পুরুষ– স্তনবৃন্ত বা নিপল বুকের দু-দিকে দুটো থাকবে, এটাই স্বাভাবিক বলে আমরা মনে করি। কিন্তু ঘটনা হল, পুরুষদের ক্ষেত্রে সবসময় তা হয় না। তিনটে বা তার বেশিও নিপল থাকতে পারে। আমরা তিল বা আঁচিল বলে সেটাকে ধরে নিই।

54081309

বলতে পারেন একই ব্যক্তির দু-চোখ কখন ভিন্ন রঙের হয়? বলুন তো, দুটোর বেশি স্তনবৃন্ত থাকার সম্ভাবনা কাদের? ‘আদম অ্যাপল’ কি শুধু পুরুষেরই থাকে? কারও হাতে যদি এক্সট্রা আঙুল গজায়, সেটা কোথায় বেরোবে? সত্যি সত্যিই কি মানুষের লেজ দেখা দিতে পারে নাকি শহুরে মিথ?

আসুন, ভিন্ন রঙের দু-চোখ দিয়েই শুরুটা করা যাক। পশুদের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক, তবে এই হেটেরোক্রোমিয়া মানুষের ক্ষেত্রে বিরলই। খুব বেশি মাত্রায় বা খুব কম পিগমেন্টের উপস্থিতির কারণে এমনটা হয়। সাধারণত চোখে আঘাত থেকেই এমনটা হয়ে থাকে। তবে জেনেটিক কারণেও এমন হয়।

স্ত্রী বা পুরুষ– স্তনবৃন্ত বা নিপল বুকের দু-দিকে দুটো থাকবে, এটাই স্বাভাবিক বলে আমরা মনে করি। কিন্তু ঘটনা হল, পুরুষদের ক্ষেত্রে সবসময় তা হয় না। তিনটে বা তার বেশিও নিপল থাকতে পারে। আমরা তিল বা আঁচিল বলে সেটাকে ধরে নিই।

আরএম-২৩/০২/০১ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: এই সময়)