কোন কোন বস্তুগুলো দান করবেন না

কোন কোন বস্তুগুলো

আমরা প্রায়শই অনেক বস্তু দান করি। কিন্তু একটি জ্যোতিষ ওয়েবসাইট মতে, কোন কোন বস্তু দান করলে নিজের অমঙ্গল হতে পারে, সেই বস্তুগুলোকে দেখে নিন একঝলকে।

প্লাস্টিকের কোনও দ্রব্য কখনও দান করবেন না। জ্যোতিষ মতে, প্লাস্টিকের কোনও দ্রব্য দান করলে সংসারে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।

ঝাঁটা কখনও দান করবেন না। জ্যোতিষ মতে, ঝাঁটা দান করলে ঘর থেকে লক্ষ্মীর আশীর্বাদ চলে যায়।

ভুলেও স্টিলের বাসন দান করবেন না। স্টিলের বাসন দান করলে পারিবারিক সমস্যা হতে পারে।

পুরনো জামাকাপড় একদম দান করবেন না। কথিত, পুরনো জামাকাপড় দান করলে সাংসারিক সমস্যা হতে পারে।

তেল কখনও দান করবেন না। জ্যোতিষ মতে, শনি দেবতাকে তুষ্ট করার জন্য তেল ব্যবহার করা হয়। সেই তেল অন্য কাউকে দান করলে গৃহের অমঙ্গল হয়।

পুরনো বই কিংবা ভাঙা কলম দান করলে আপনার জীবনে হতাশা আসতে পারে।

কোনও তীক্ষ্ণ বস্তু, যেমন ছুরি, কাঁচি দান না করাই ভাল। কথিত, এই বস্তুগুলি দান করলে আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে।

আরএম-০৮/০৯/০২ (অনলাইন ডেস্ক, তথ্যসূত্র: এবেলা)