প্রথমেই মনে রাখতে হবে ব্রা-এর সাইজ পরিমাপের দুটি অংশ থাকে— সংখ্যাটি আসলে স্তনের নীচের অংশের বেড়-এর পরিমাপ। আর অক্ষরটি নির্ভর করে স্তনের আকৃতির উপর।
বান্ধবী বা প্রেমিকাকে ব্রেসিয়ার উপহার দিতে চান অথচ সে কী সাইজের ব্রা ব্যবহার করে জানেন না? তাহলে মুশকিল আসান কীভাবে হতে পারে জেনে নিন।
প্রথমেই মনে রাখতে হবে ব্রা-এর সাইজ পরিমাপের দুটি অংশ থাকে— একটি হল সংখ্যা, দ্বিতীয়টি অক্ষর। যেমন, কারোর ব্রা-এর সাইজ হতে পারে ৩৪সি। এই সংখ্যাটি আসলে স্তনের নীচের অংশের বেড়-এর পরিমাপ। আর অক্ষরটি নির্ভর করে স্তনের আকৃতির উপর।
এই অক্ষরটিকেই বলা হয় কাপ সাইজ। কোনও মেয়ের ব্রা-এর সাইজ জানতে হলে আপনাকে এই দুটো মাপই জানতে হবে। এর মধ্যে স্তনের নীচের অংশের বেড় জানাটা একটু কঠিন।
তার জন্য আপনাকে কিঞ্চিৎ গোয়েন্দাগিরি করতে হবে। আপনার বান্ধবীর একটি টপ বা অন্য কোনও পোশাকের লেবেলটা দেখে নিতে হবে আপনাকে। তাহলেই জানতে পারবেন এই মাপ।
কাপ সাইজ জানাটা অপেক্ষাকৃত সহজ। এর জন্য একটু ভাল পর্যবেক্ষণ ক্ষমতাই যথেষ্ট। প্রথমে আপনার সঙ্গিনীর স্তনযুগ লক্ষ করুন, তারপর তার তুলনা করুন কোনও পরিচিত ফলের সঙ্গে।
মোটামুটিভাবে বলা যায়, বড় লেবুর আকৃতির স্তনের জন্য ‘এ’, কমলালেবু আকৃতির স্তনের জন্য ‘বি’, মৌসম্বি আকৃতির স্তনের আকৃতির জন্য ‘সি’, আর ফুটি বা খরমুজ আকৃতির স্তনের জন্য ‘ডি’ কাপ সাইজ প্রয়োজন।
এবার আগে যে সংখ্যাটি পেয়েছেন তার পরে এই অক্ষরটি বসিয়ে দিন। দুটি মিলিয়ে যা দাঁড়াল তা-ই আপনার সঙ্গিনীর ব্রা-এর সাইজ।
আরএম-১০/২৪/০২ (লাইফস্টাইল ডেস্ক)