১১টি কাজে সঙ্গীকে জানিয়ে দিন আপনার গভীর ও নিঃস্বার্থ ভালোবাসা

১১টি কাজে সঙ্গীকে

অন্যের মনের কথা যদি বুঝে নেওয়া সহজ হতো, তাহলেন হয়তো জীবনে কোনো ঝামেলাই থাকতো না। কিন্তু, বাস্তবে তা হয় না। বাস্তব জীবনে একজন মানুষের সঙ্গে অনেকদিন সম্পর্ক থাকার পরও তার মন বোঝা যায় না কিংবা আমরা প্রকাশ করতে পারি না নিজের সত্যিকারের অনুভূতি। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে অনুভূতির আদান-প্রদান খুবই জরুরি!

আপনি হয়তো প্রিয় মানুষটিকে খুব ভালোবাসেন, কিন্তু মুখ ফুটে প্রকাশ করতে পারেন না। কীভাবে তার চোখে নিজের ভালোবাসাকে উপস্থাপন করবেন? কীভাবে নিজের ভালোবাসাকে প্রিয় মানুষটির চোখে করে তুলবেন নিঃস্বার্থ ও গভীর? উত্তর লুকিয়ে আছে আজকের ফিচারে।

১। তিনি যেমন আছেন, তাকে সেভাবেই গ্রহণ করুন ও ভালোবাসুন। কাউকে জোর পূর্বক বদলে নেওয়াকে ভালোবাসা বলে না।

২। অর্থ-বিত্ত কিংবা সাফল্যের জন্যে তাকে চাপ প্রয়োগ করবেন না বা অপমান-অপদস্থ করবেন না। মনে রাখবেন, তিনি যেমন আপনি তাকে তেমন দেখেই সম্পর্ক করেছেন। ভবিষ্যতে তিনি কতটা সফল হবেন, সেটা দেখে করেননি।

৩। নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলুন। গল্প নয়, সত্যিকারের পরিকল্পনা করুন ও সেই অনুযায়ী কাজ করুন। এতে তিনি বুঝবেন যে আপনার ভালোবাসা সত্যিই অতুলনীয়।

৪। কখনোই সঙ্গীর চেহারা বা দৈহিক সৌন্দর্য নিয়ে তাকে কটাক্ষ করবেন না। এই একটি কাজে সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

৫। আপনাদের গোপন কথা গোপনই রাখতে শিখুন। সঙ্গী ব্যক্তিগত কিছু নিয়ে আপনাকে বিশ্বাস করলে সেই বিশ্বাসের মর্যাদা দিন।

৬। সঙ্গীর সাফল্যে কখনো ঈর্ষা বোধ করবেন না। বরং গর্বিত হোন এবং তাকে সেটা জানান। তার কাজের প্রশংসা করুন।

৭। রাগ-অভিমান কিংবা ঝগড়া কখনোই পুষে রাখবেন না। তিক্ততা মনে পুষে রেখে ভালোবাসা হয় না।

৮। তার মতামতকে গুরুত্ব দিন। যে কোনো সিদ্ধান্ত দুজনে মিলে আলোচনা করেই গ্রহণ করুন।

৯। সঙ্গীর পরিবারকে মন থেকে গ্রহণ করুন ও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বিশেষ করে সঙ্গীর বৃদ্ধ পিতা-মাতাকে অবশ্যই গুরুত্ব সহকারে নিন।

১০। সঙ্গীকে সময় দিন, তার মনের কথা শুনুন। আপনাকে নিয়ে কোনো অভিযোগ থাকলে সেগুলোও জানুন ও সমাধানের চেষ্টা করুন।

১১। বিপদের সময়ে প্রিয় মানুষটির সঙ্গে দাঁড়ান, তাকে সহায়তা করুন। বিপদের দিনের আপনজনই হচ্ছে সত্যিকারের আপন মানুষ।

ভালোবাসা কেবল মুখে বলে হয় না। বরং ভালোবাসা গভীর ও নিঃস্বার্থ প্রমাণ করতে বিনিয়োগ করতে হয় শ্রম ও চেষ্টা।

আরএম-০৪/০৮/০৩ (লাইফস্টাইল ডেস্ক)