মহিলারা কার সঙ্গে বিছানায় সেক্সের স্বপ্ন দেখেন? প্রশ্নের উত্তরটা কী হবে? কী আবার! বয়ফ্রেন্ডের সঙ্গে ফ্যান্টাসাইজ করেন মহিলারা। বা বিবাহিত হলে স্বামীতে ফ্যান্টাসাইজ করেন তাঁরা। না উত্তরটা ভুল। বলছে সাম্প্রতিক একটি সমীক্ষা।
সেই সমীক্ষায় পাওয়া গিয়েছে ৬২ শতাংশ মহিলার ‘সেক্সি’ স্বপ্নে আসেন প্রতিবেশী পুরুষ। পুরুষরাও প্রতিবেশী মহিলার সঙ্গে স্বপ্নেই সেক্স করেন। সেটা আবার ৭১ শতাংশ। ডেইলি স্টার নামে একটি সংবাদমাধ্যমের তেমনই রিপোর্ট।
বিবাহ বর্হিভূত ডেটিং সাইট Gleeden তাদের ৮ হাজার সদস্যর উপরে সমীক্ষা চালিয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৩১ শতাংশ মহিলার সঙ্গেই সম্পর্ক রয়েছে প্রতিবেশীদের। ৬০ শতাংশ মহিলার সঙ্গে প্রতিবেশীর শারীরিক সম্পর্কও রয়েছে। তার মধ্যে আবার ১৪ শতাংশ মহিলার সম্পর্ক একবছর টিকেছে। ৬ শতাংশের ক্ষেত্রে সম্পর্ক টিকেছে একবছরেরও বেশি।
তবে প্রতিবেশীর মহিলার সঙ্গে সেক্সের স্বপ্ন দেখেন পুরুষরাও। ৭১ শতাংশ পুরুষই প্রতিবেশী মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের কথা চিন্তা করেন। ৯৮ শতাংশ পুরুষেরই চিন্তায় আসেন পর-নারীরা। ভাবনাতেই তাঁরা অন্য নারীর সঙ্গে সেক্স করেন।
তবে কেউ অন্য কারও সঙ্গে চিন্তা করেন বলেই তিনি ‘বেওয়াফা’ হয়ে গেলেন সেটা কিন্তু নয়। বিশেষজ্ঞরা বলছেন, এটাই মানুষের চরিত্র। বহুগামীতাই প্রকৃতির নিয়মে স্বাভাবিক প্রবৃত্তি।
আরএম-০৬/০৮/০৩ (লাইফস্টাইল ডেস্ক, সূত্র: ইন্ডিয়া ডটকম)