যে ১০ রঙে রাঙাবেন আপনার চুল

যে ১০ রঙে রাঙাবেন

নিজের চুলকে ঘিরে আমাদের নানা পরিকল্পনা থাকে। অনেকেই চান নতুন স্টাইলে সাজাবে নিজের চুল। আর নিজেকে নতুন করে তুলতে চুলের রঙ বদলে ফেলাই সহজ সমাধান। আসুন দেখে নেই নতুন বছরে ট্রেন্ডি হতে যাওয়া দশটি চুলের রঙ।

১ বটল গ্রিন

তারুণ্যের দীপ্তিতে ঝলমলে এই রঙটা ব্যক্তিত্বের দৃঢ়তা তুলে ধরবে। চাইলে পুরো চুলটা রাঙাতে পারেন গাঢ় সবুজে অথবা হাইলাইটার হিসেবেও ব্যবহার করতে পারেন।

২ পেট্রোল ব্লু

সবুজাভ নীল হতে যাচ্ছে নতুন বছরের ট্রেন্ডি চুলের রঙ। দীর্ঘসময়ের জন্য ধরে রাখতে আগে চুলে ব্লিচ ব্যবহারের প্রয়োজন হতে পারে।

৩ সেরিজ পিঙ্ক

আশির দশকের জনপ্রিয় এই রঙটা ফিরে আসতে যাচ্ছে আবারও। উষ্ণ আর উজ্জ্বল এই রঙটায় বেশ একটা তরতাজা ভাব আছে।

৪ ব্লেনডেড রুটস

চুলের গোঁড়ার দিকে ইঞ্চিখানেক বা তার বেশি এক রঙ আর বাকিটা অন্য রঙ করা হয় এধরনের চুলের স্টাইল করতে।

৫ ছাইরঙা রুপালি শেডের চুল

পাকা চুল লুকোতে অনেকে চুলে অন্য রঙ করেন। কিন্তু এখন ছাইরঙা রুপালি চুলই ফ্যাশন। একে বলা হচ্ছে অ্যাশি সিলভার।

৬ স্ট্রবেরি হানি

উজ্জ্বল আগুন রঙা চুলে মাতিয়ে তুলুন নতুন বছর।

৭ রিচ কপার

উজ্জ্বল তামাটে রঙের চুলে চাইলে দুয়েকটা গোছা মেরুন কিংবা দারুচিনির রঙে রাঙাতে পারেন।

৮ মাশরুম ব্রাউন

হালকা বাদামির এই শেডটা যেকোন লেন্থের চুলের জন্য আদর্শ ক্রিমি ব্লন্ড। গতবছর প্লাটিনাম ব্লন্ড জনপ্রিয় হলেও এবছর ক্রিমি ব্লন্ড বাজার দখল করতে যাচ্ছে।

১০ জেট ব্ল্যাক

কুচকুচে কালো চুল হতে যাচ্ছে চলতি বছরের ফ্যাশন। শুধু প্রয়োজন সঠিক চুলের কাট ও স্টাইলিং।

আরএম-০৬/২৬/০৩ (লাইফস্টাইল ডেস্ক)