দেখতে দেখতে চলে এসেছে রমজান মাস। আর মাত্র দুদিন বাদেই শুরু হবে সিয়াম সাধনা ও ইবাদতের পবিত্র এ মাস। তবে হ্যাঁ, গৃহিনী মানেই রমজান মাসের জন্য চাই বিশেষ প্রস্তুতি, যেন পরিবারের সবার চাহিদা পূরণ করে ইবাদতের জন্যে বের করা যায় যথেষ্ট সময়। এ ছাড়াও ঈদের কিছু প্রস্তুতি আছে যা রমজানের পূর্বেই সেরে রাখা ভালো। অন্যদিকে, ঈদের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে সময় এখনই প্রস্তুতি সেরে রাখার।
১। রমজান মাসের আগেই ঘরদোর একবার খুব ভালো করে পরিষ্কার বা ডিপ ক্লিন করে ফেলুন, কেননা রমজানে সময় পাবেন না। আর এই মাসে ঘরদোর নোংরা থাকলে ইবাদতের কাজও ব্যহত হবে। অনেকদিন গোছানো হয়নি এমন যা কিছু আছে সব গুছিয়ে নিন। আবর্জনা সব ফেলে দিন।
২। রান্নাঘরের ওপরে খুব চাপ যাবে। তাই রান্নাঘর ভালোভাবে পরিষ্কার ও মেরামত করুন। নষ্ট ও অপ্রয়োজনীয় সব কিছু ফেলে দিন।
৩। ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিন। ফ্রিজে কোনো প্রকার যান্ত্রিক সমস্যা থেকে থাকলে রমজানের পূর্বেই সারিয়ে নিন। রমজানের মাঝে হুট করে বিপদে পড়তে হবে।
৪। ইতিমধ্যেই বেড়ে গিয়েছে সমস্ত পণ্যের দাম, রমজানের মাঝে আরও বাড়বে। তাই প্রয়োজনীয় সব বাজারের হিসাব করে নিন এবং কেনাকাটা সেরে ফেলুন।
৫। ইফতারের জন্য কিছু স্ন্যাক্স জাতীয় খাবার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করুন। এতে বাইরের অস্বাস্থ্যকর খাবার আর খাওয়া পড়বে না।
৬। কিছু কাজ অগ্রিম সেরে রাখুন। যেমন পিয়াজুর ডাল বেঁটে ফ্রিজে রেখেদিন। ছোলা সেদ্ধ করেও ফ্রিজে রাখা যায়।
৭। বাজারে উঠেছে নানা রকমের মৌসুমি ফল। এসব ফল দিয়ে স্কোয়াশ তৈরি করে রাখতে পারেন। ইফতারিতে চমৎকার শরবত হবে।
৮। পোশাক দান করার ইচ্ছে থাকলে কিনে রাখুন এখনই। শেষ মুহূর্তে এসব কেনাকাটা খুবই ঝামেলার।
৯। দর্জির কাছে পোশাক বানাতে দেওয়ার ইচ্ছা থাকলে এখনই তা দিয়ে দিন। তাহলে তাড়াহুড়া কম হবে আর পোশাকটি সুন্দর হবে।
১০। ঈদের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে এখনই বুকিং সেরে ফেলুন বা প্যাকেজ ক্রয় করে ফেলুন। এয়ার টিকিটও কিনে রাখুন। কারণ কদিন বাদেই দাম হবে আকাশচুম্বী।
ভালো কাটুক সবার রমজান।
আরএম-০৯/০৪/০৫ (লাইফস্টাইল ডেস্ক)