এখন প্রায় সব মেয়েরাই জিন্সে অভ্যস্ত। বাজারে বেরোলেই চোখে পড়বে বিভিন্ন ধরনের জিন্স। তবে চোখে দেখে ভালো লেগে গেল আর কিনে ফেললাম এমন করলে কিন্তু হবে না। কিনতে হবে এমন জিন্স যেটা হবে আপনার ফিগারের সঙ্গে হবে মানানসই। তবেই আপনাকে পারফেক্ট দেখতে লাগবে। এখন দেখে নেওয়া যাক কেমন ফিগারে কোন ধরনের জিন্সে মানানসই হবে –
১) আপনার ফিগার একেবারে আওয়ার গ্লাস শেপের ? তাহলে মোটেও লজ্জা পাবেন না। লোয়ার কাটিং, স্লিম ফিটের স্ট্রেইট জিনসে আপনাকে দেখতে অনেকটাই স্বাভাবিক লাগবে।
২) শরীরে কার্ভ বেশি থাকলে বেছে নিতে পারেন স্লিম ফিট, বুট কাট জিনস। কার্ভ ঢাকতে পরা যেতে পারে ডার্ক ওয়াশ জিনসও।
৩) আপনার পা ছোটো ? তাহলে ফুল লেন্থের স্কিনি জিন্সে পা ঢেকে রাখুন। আর আপনি যদি কম উচ্চতার অধিকারিণী হয়ে থাকেন তাহলেও চিন্তা নেই। পরে দেখতে পারেন হাই রেইজ জিন্স। এতে আপনার পা আরও লম্বা দেখাবে।
৪) কোমর সরু হলে পরে কিনতে পারেন হিপ হাগার স্টাইলের লো-স্লাং জিন্স। এড়িয়ে চলুন ব্যাগি জিন্স।
৫) হিপ ভারী হলে ব্যাগি বা স্কিনি কোনোটাই চেষ্টা না করাই ভালো। বরং একটু ঢিলে ও মিডিয়াম রেইজের জিন্স আপনাকে এনে দিতে পারে অনেক ব্যালেন্স লুক।
আরএম-১৭/০৪/০৫ (লাইফস্টাইল ডেস্ক)