চুলের রুক্ষতা কমাতে ডিমের সাদা অংশ ব্যবহারের উপায়

চুলের রুক্ষতা

ধুলাবালি, দূষণ, চুলে বিভিন্ন রাসায়নিকের ব্যবহার, প্রোটিনের ঘাটতি চুলকে রুক্ষ ও মলিন করে তোলে। তবে জানেন কি ডিমের সাদা অংশ ব্যবহার করে খুব সহজে এসব সমস্যা দূর করা যায়?

ডিমে রয়েছে প্রোটিন। এটি চুলের রুক্ষতা দূর করতে সহায়ক।

চুলের রুক্ষতা কমাতে ডিমের সাদা অংশ ব্যবহারের দুই উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

ডিমের সাদা অংশ, মধু ও নারকেল তেল

মধু ময়েশ্চারাইজারের কাজ করবে। নারকেল তেল প্রোটিনের ঘাটতি পূরণে সাহায্য করবে।

উপাদান

১. একটি ডিমের সাদা অংশ

২. এক টেবিল চামচ নারকেল তেল

৩. এক চা চামচ মধু

যেভাবে ব্যবহার করবেন

১. ডিম ফাটিয়ে এর সাদা অংশ আলাদা করুন। এটি একটি পাত্রের মধ্যে নিন।

২. এবার পাত্রের মধ্যে নারকেল তেল ও মধু মেশান।

৩. এবার উপাদানগুলো মেশান।

৪. এবার চুল ও স্কাল্পে মিশ্রণটি মাখুন।

৫. কয়েক সেকেন্ড ম্যাসাজ করুন।

৬. এবার একটি তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন।

৭. ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৮. অ্যালোভেরা ও ডিমের সাদা অংশ

অ্যালোভেরা ভিটামিন ও মিনারেলের চমৎকার উৎস। এটি চুলকে মসৃণ করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

উপাদান

১. আধা কাপ অ্যালোভেরা জেল

২. একটি ডিমের সাদা অংশ

যেভাবে ব্যবহার করবেন

১. একটি পাত্রের মধ্যে দুটো উপাদান নিয়ে একত্রে মেশান।

২. এবার চুল ও স্ক্যাল্পে মিশ্রণটি মাখুন।

৩. ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

আরএম-১১/১৭/০৫ (লাইফস্টাইল ডেস্ক)