যেভাবে ঘরেই করবেন পেডিকিওর-মেনিকিওর

যেভাবে ঘরেই করবেন

ঈদে শুধু চুল আর মুখ সুন্দর থাকলেই হবে, হাত-পায়ের যত্ন নিতে হবে না? নিশ্চয় চান হাত-পাও মুখের সঙ্গে পাল্লা দিয়ে উজ্জ্বল-কোমল আর দাগহীন হবে। তাহলে দেরি না করে আজ থেকেই শুরু করুন বাড়তি যত্ন।

জেনে নিন ঘরেই কীভাবে করবেন হাত-পায়ের বাড়তি যত্ন পেডিকিওর-মেনিকিওর:

প্রথমে হাত-পায়ের নখগুলো পছন্দমতো শেপে কেটে নিন। একটি পাত্রে গরম পানিতে শ্যাম্পু, লবণও লেবুর রস মিশিয়ে তাতে হাত ও পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর তোয়ালে দিয়ে হাত ও পা মুছে নিন।

নখে ক্রিম দিয়ে কিছুক্ষণ মাসাজ করুন। সতর্কতার সঙ্গে নখের গোড়ায় জমে থাকা ময়লা পরিষ্কার করে ফুট ফাইল বা পিউমিক পাথর দিয়ে পা স্ক্রাব করুন।

এরপর মুলতানি মাটি মধু এবং গোলাপজলের পেস্ট তৈরি করে হাত পায়ে মেখে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন। হাত-পা মুছে ময়েশ্চারাইজিং লোশন লাগিয়ে নিন।

বাইরে যাওয়ার সময় হাতের সঙ্গে সঙ্গে পায়েও সানস্ক্রিন ক্রিম লাগান। এর ফলে আপনার হাত-পা দু’টিই সূর্যের আলোর ক্ষতি থেকে রেহাই পাবে।

ঈদের আগে প্রতি সপ্তাহে অন্তত একবার পেডিকিওর-মেনিকিওর করুন।

আরএম-১৩/১৮/০৫ (লাইফস্টাইল ডেস্ক)