মেয়েদের আসল বয়স জানবেন কীভাবে! জেনে নিন আট আইডিয়া

মেয়েদের আসল

অনেকেই বয়স লুকোতে চান। এই প্রবণতা মহিলাদের মধ্যেই বেশি। তবে ঠিক কেন তাঁরা বয়স লুকোতে চান তা অজানা। কিন্তু কয়েকটি উপায় রয়েছে, যার মাধ্যমে মহিলাদের প্রকৃত বয়স জেনে নিতে পারেন।

গল্পের ছলে জেনে নিন সেই মহিলা কবে মাধ্যমিক পাশ করেছেন। সঙ্গে জেনে নিন স্কুলে পড়তে কখনও ফেল করছেন কিনা। তার পরেই হিসেব করে নিন।

মহিলার মা-বাবার কততম বিবাহবার্ষিকী আসছে জেনে নিন। তার পরে আন্দাজ করে নিন লুকিয়ে রাখা বয়স।

জিজ্ঞাসা করুন, স্কুলে থাকাকালীন হলে গিয়ে কোন সিনেমা প্রথম দেখেছেন। আর তখন তিনি কোন ক্লাসে পড়তেন। ব্যস! ওই সিনেমা কত সালে বেরিয়েছিল জেনে নিলেই হিসেব মিলে যাবে।

পছন্দের মহিলার বয়স জানতে একটু আধটু মিথ্যে চলে। তাই বলুন আপনি জ্যোতিষ শাস্ত্র একটু জানেন। এবারে কোষ্ঠী বিচার করতে তার জন্ম সালটা জেনে নিন।

এমন কোনও কাজ নিয়ে কথা বলুন যাতে তাঁর ভোটার কার্ড নিয়ে আপনি কথা বলতে পারেন। উঁকি মেরে দেখে নিন ছাপানো জন্ম তারিখ।

মহিলা যখন ডাক্তার দেখাতে যাবেন, তাঁর সঙ্গে যান। বয়স জানতে পারবেনই।

মহিলাকে বলুন আপনার খোঁজে ভাল চাকরি আছে। এই বলে তাঁর বায়ো-ডেটা চান। বয়স জেনে যাবেন।

মহিলাকে দেখে হয়তো মনে হয়, তাঁর বয়স ৩০-এর আশপাশে। তাঁকে দেখে আপনি বলুন, ‘‘আপনাকে দেখে মনেই হয় না আপনার ৩৫ হয়ে গিয়েছে।’’ এই শুনে উনি নিজেই সঠিক বয়স বলে দেবেন।

আরএম-০৫/২০/০৬ (লাইফস্টাইল ডেস্ক)