চালের পানি দিয়ে চুলের যত্ন

চালের পানি

চাল ধুয়ে সে পানি কে-বা রেখে দেয়! কিন্তু এই চাল ধোয়া পানির উপকারিতা অনেক। ত্বকের যত্ন, চুলের যত্নে দারুন উপকারী এই চাল ধোয়া পানি। কাজ দেয় পেটের সমস্যাতেও। কীভাবে , জেনে নিন-

১. ত্বকে কোনওরকম সংক্রমণ হলে চাল ধোয়া পানি দিয়ে স্নান করুন। দিনে দু-তিনবার অন্তত গা ধোয়ার চেষ্টা করুন।

২. ব্রনর সমস্যা দূর করতেও এই চাল ধোয়া পানি খুব কাজ করে। তুলোয় করে এই পানি নিয়ে ব্রনতে লাগান। উপকার পাবেন।

৩. ফ্রিজে চাল ধোয়া পানি রেখে দিন। ঠান্ডা চাল ধোয়া পানি ত্বককে প্রাণবন্ত, তরতাজা করে।

৪. মা, ঠাকুমারা বলেন, পেটের রোগেও এই চাল ধোয়া পানি নাকি উপকারী। এক গ্লাস পানিতে সামান্য লবন মিশিয়ে খেলে উপকার মেলে।

৫. চাল ধোয়া পানি খুব ভালো কন্ডিশনার। চুলে ভালোভাবে শ্যাম্পু করে চাল ধোয়া পানি দিয়ে ধুয়ে নিন। চুল চকচকে হবে।

৬. এই পানিতে অ্যামিনো অ্যাসিড রয়েছে। যা চুল পড়া কমাতে সাহায্য করে। ১৫ মিনিট চাল ধোয়া পানি দিয়ে চুল ভিজিয়ে রেখে ধুয়ে নিন।

৭. খুশকি কমাতেও খুব কাজে দেয় এই পানি।

আরএম-০৭/৩০/০৮ (লাইফস্টাইল ডেস্ক)