মেয়েদের চেয়ে ছেলেদের মাথায় টাক বেশি পড়ে কেন?

মেয়েদের চেয়ে

‘টাকে টাকা আনে’ বলে যতই সান্ত্বনা নিন; টাক যে সৌন্দর্যহানি ঘটায় তা তো অস্বীকার করার উপায় নেই। অনেকের মাথাতেই টাক পড়ে। এটা অনেকটা বংশগত।

আবার পুষ্টির অভাবেও এমনটা হয়। দেখা যায় যে, মেয়েদের তুলনায় ছেলেদের মাথায় টাক বেশি পড়ে। কিন্তু কেন?

এই রহস্য লুকিয় আছে ক্রোমোজমে। টাক পড়া একটি সেক্র ইনফ্লুয়েন্সড বিষয়। যা বেশি দেখা যায় ছেলেদের মধ্যে।

এর জন্য দায়ী হলো অ্যান্ড্রোজেন এবং Y ক্রোমোজোম। অ্যান্ড্রোজেন হরমোন পুরুষের বংশগতি ও প্রজননে ভূমিকা রাখে।

আর মেয়েদের দেহে Y ক্রোমোজোম থাকেই না। তাই মেয়েদের থেকে বেশি ছেলেদের মধ্যেই টাক পড়ার প্রবণতা দেখা দেয়।

সুতরাং আপনি যতই মাথায় দামি তেল মাখুন আর চুলের চর্চা নিন, টাক পড়ার হাত থেকে কিন্তু নিস্তার নেই।

আরএম-৩২/২২/০৯ (লাইফস্টাইল ডেস্ক)