ছোট চোখ বড় ও আকর্ষণীয় করার দারুণ কৌশল!

ছোট চোখ

অনেকেরই চোখ ছোট থাকার কারণে সাজে পরিপূর্ণতা আসে না। নিজেকে যত ভাবেই সাজানো হোক, চোখ সবার আগে দৃষ্টি আকর্ষণ করে। তাই আপনার চোখ যদি ছোট হয়ে থাকে তবে এই কৌশলগুলো অবশ্যই জেনে রাখুন।

এই উপায় মেনে চললে আপনার ছোট চোখ খুব সহজেই বড় ও আকর্ষণীয় হয়ে উঠবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই কৌশলগুলো-

> আই মেকআপ শুরুর আগে আইব্রো শেইপ করে নিন। আইব্রোর মাধ্যমে আই মেকআপে অনেক পার্থক্য আনা সম্ভব।

> চোখ ছোট লাগার অনেক বড় একটা কারণ কিন্তু চোখের পাফিনেস। এজন্য ভাল মানের আই জেল অথবা সিরাম ব্যবহার করবেন।

> চোখে কালো ভাব থাকলে তা কনসিল করে নিবেন কনসিলারের সাহায্যে। সঙ্গে সঙ্গে চোখের পাতা প্রাইম করে নিবেন। চোখ বড় দেখতে লাগার জন্যে এগুলো অনেক বেশি দরকার।

> যেকোনো ব্রাউন আইশ্যাড দিয়ে ক্রিজ এড়িয়া ডিফাইন করুন। এতে আইশ্যাড ভালভাবে ফুটে উঠবে।

> চোখের আইলিড ভালভাবে ফুটিয়ে তোলা জরুরি। একটি ব্রাশের সাহায্যে কনসিলার নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। এরপর উপরে যেকোনো লাইট শিমারী আইশ্যাড লাগিয়ে নিবেন।

> স্মোকি আই মেকআপের মাধ্যমে চোখ বড় দেখাতে পারবেন। এজন্যে চোখের ভিতরের অংশ এবং বাইরের অংশে ডার্ক আইশ্যাড লাগান। আর মধ্যের অংশে লাইট শিমারী আইশ্যাড লাগিয়ে নিন।

> শিমারী হাইলাইটার এর সাহায্যে চোখের ইনার কর্ণার হাইলাইট করতে ভুলবেন না। এতে করে চোখ বড় মনে হবে।

> আইলাইনার লাগানোর ক্ষেত্রে উইংড আইলাইনার লাগাবেন। তবে, বেশি মোটা বা লং উইং করে লাগালে আবার চোখ ছোট দেখাতে পারে।

> যাদের চোখ ছোট, তারা চোখের ওয়াটার লাইনে কাজল ব্যবহার করলে চোখ দেখতে আরো ছোট মনে হবে। তাই চোখের আপার ওয়াটার লাইনে কাজল লাগিয়ে নিন। এতে চোখের আপার পার্ট ভারী মনে হবে। আইল্যাশগুলোও ঘন মনে হবে।

> চোখের ওয়াটার লাইনে ব্যবহার করুন হোয়াইট অথবা ন্যুড রঙের কাজল।

> চোখের লোয়ার ল্যাশ লাইনে ডার্ক কালারের আইশ্যাড দিয়ে স্মোক আউট করে নিন। হোয়াইট /ন্যুড কাজলের সঙ্গে চোখ বড় লাগবে।

> চোখ বড় দেখাতে কয়েক কোট মাশকারা লাগাতে হবে। এতে চোখ বড় লাগবে।

আরএম-২৬/১৩/১০ (লাইফস্টাইল ডেস্ক)