গলায় কাঁটা ফুটেছে? জেনে নিন মুক্তির তিন উপায়

গলায় কাঁটা

ভাত আমাদের নিত্য দিনের সঙ্গী, সে সঙ্গে মাছ তো থাকবেই। কিন্তু মাছ খেতে গেলেই ঘটে যত বিপত্তি। অনেক সময় অসতর্কতাবশত গলায় মাছের কাঁটা ফুটে যায়। যা যন্ত্রণাদায়ক ব্যথার সৃষ্টি করে।

তাছাড়া এই সাধারণ কাঁটা থেকেই ঘটতে পারে মারাত্মক বিপদ। তাই দেরি না করে দ্রুত এই কাঁটা থেকে মুক্তি পেতে জেনে নিন তিনটি উপায়। যা খুব সহজেই গলা থেকে কাঁটা নামাতে সহায়তা করবে। চলুন তবে জেনে নেয়া যাক উপাগুলো-

১. গলা থেকে কাঁটা নামানোর সব থেকে সহজ ও আধুনিক পদ্ধতি হলো কোল্ডড্রিঙ্কস পান করা। গলায় কাঁটা ফুটলেই এক নিশ্বাসে যতটা সম্ভব কোল্ডড্রিঙ্কস পান করে ফেলুন। দেখবেন কিছুক্ষণ পর কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে গেছে।

২. অলিভ অয়েল কাঁটা নামাতে বেশ সহায়ক। তেল পিচ্ছিল পদার্থ। আর অলিভ অয়েল কাঁচা খেলেও সমস্যা হয় না। তাই গলায় কাঁটা ফুটলে ১ চামচ অলিভ অয়েল খেয়ে নিন। সহজেই কাঁটা নেমে যাবে।

৩. পাতি লেবু গলা থেকে কাঁটা নামিয়ে দিবে নিমিষেই। তাই যখনই গলায় কাঁটা ফুটবে তখনই একটি পাতি লেবুর রস লবণ দিয়ে খেয়ে নিন। দেখবেন কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে গেছে।

আরএম-১৯/২৭/১০ (লাইফস্টাইল ডেস্ক)