বিরক্তিকর ব্ল্যাকহেডস ও হোয়াইট হেডস থেকে মুক্তির দুই উপায়

বিরক্তিকর

নারী-পুরুষ উভয়েরই একটি সাধারণ সমস্যা হচ্ছে ব্ল্যাকহেডস বা হোয়াইট হেডস। ত্বকের ঠিকঠাক যত্নের অভাবে এই সমস্যায় পড়তে হয়। তাছাড়া বাইরের ধূলা-ময়লা ত্বকের ওপর পড়ে এই সমস্যার সৃষ্টি করে।

অনেকেই পার্লারে যেয়ে এই সমস্যার সমাধান করে থাকেন। কিন্তু এতে খরচ বেড়ে যায়। জানেন কি, ঘরোয়া এমন দুটি উপায় রয়েছে যা বিরক্তিকর ব্ল্যাকহেডস ও হোয়াইট হেডস থেকে মুক্তি দেবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায় দুটি-

ব্ল্যাকহেডস থেকে মুক্তির উপায়

এক চামচ বেকিং সোডা সঙ্গে দুই চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর তা ব্ল্যাকহেডস এর উপর পাঁচ মিনিট হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এই পেস্টটি ত্বকের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। ফলে ব্ল্যাকহেডস কমে আসে।

হোয়াইট হেডস থেকে মুক্তির উপায়

পরিমাণ মতো কর্নফ্লাওয়ারের সঙ্গে পানি ও কয়েক ফোঁটা ভিনেগার দিয়ে পেস্ট তৈরি করুন। তারপর তা হোয়াইট হেডসে লাগান। আধা ঘণ্টা এভাবেই রাখুন। তারপর কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে হালকাভাবে ঘষে ঘষে হোয়াইট হেডস তুলে ফেলুন। সবশেষে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আরএম-২৩/০৮/০১ (লাইফস্টাইল ডেস্ক)