কন্যা সন্তানের যৌন হয়রানি নিয়ে আপনি কতটুকু চিন্তিত? আমাদের সমাজে সাধারণত কন্যা সন্তানের পোশাক, রাতে বাইরে ঘোরাঘুরি করা, একা চলাফেরাকে দায়ী করা হয় যৌন হয়রানির অন্যতম কারণ হিসেবে।
সন্তানের যৌন হয়রানি বন্ধে গবেষণা করেছেন দুজন গবেষক। ৪০ টি স্কুলকে নমুনা ধরে তাদের ওয়েবসাইটের যৌন নির্যাতন প্রতিরোধের টিপস নিয়ে স্টাডি করা হয়েছে। এর মধ্যে শতকরা ৮০ ভাগ ছিলো মেয়েদের একা চলাফেরা করা ও নির্দিষ্ট কিছু জায়গায় যাওয়ার বিষয়ে বাধাধরা নিয়ম নিয়ে।
কন্যা সন্তানের যৌন হয়রানি বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বাবা-মাকে। গবেষণায় উঠে এসেছে এমন কিছু তথ্য।
>প্রথমত সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। শিক্ষা প্রতিষ্ঠানে যেকোন প্রকার যৌন নির্যাতনের শিকার হলেই আপনার মেয়ে সন্তান যেনো সবকিছু আপনাকেই খুলে বলে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে হবে।
গবেষণায় উঠে এসেছে যে বা যাদের বাবা মা বেশি কড়াকড়ি নিয়ম জারি করে তাদের সন্তানেরা বেশি যৌন হয়রানির শিকার হয়।
>ইউনিভার্সিটি অফ উইন্ডসরে চারলিনি সেন ও তার সহকর্মীরা নারীদেরকে লক্ষ্য করে একটি যৌন হয়রানি প্রতিরোধমূলক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অবাক হলেও সত্যি এই প্রোগ্রামে অংশগ্রহণকারী সকলের মধ্যে যৌন নিপীড়নে ভুক্তভুগী হওয়ার সংখ্যা কমেছে। ক্যাম্পাসে এই ধরণের অনুষ্ঠান নারীদের মধ্যে সচেতনতা তৈরী করে ও নিজেকে আত্মবিশ্বাসী করতে সহায়তা করে।
>বাড়ি থেকেই মেয়েদের মধ্যে শিক্ষার অভ্যেস গড়ে তুলুন। মেয়ে আর ছেলের মধ্যে কোন বিভেদ নেই সেই শিক্ষা একজন মায়ের উচিত মেয়ে সন্তানকে বাসা থেকেই দেওয়া। তাদের নিজেদের কাজের সীমা সম্পর্কে ধারণা দেওয়া, নিজেকে মূল্য দিতে শেখানোও একটি মায়ের দায়িত্ব। এক্ষেত্রে বাবার দায়িত্ব হলো কন্যা সন্তানকে নিজের কর্তৃত্বকে প্রশ্ন করতে দেওয়া, কথা বলতে দেওয়া, আবার ফাকা ঘরের মাঝে নিজের সাথে নিজেকে তর্ক করতে দেওয়া।
আরএম-২৩/০৫/০৩ (লাইফস্টাইল ডেস্ক)