ঘুমের রাজ্যে হারিয়ে যান ১মিনিটের কম সময়ে

ঘুমের রাজ্যে

জানেন কি? প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শুক্রবার ‘বিশ্ব ঘুম দিবস’ পালিত হচ্ছে। ঘুম অমনোযোগী ভাব কমায়। সেই সঙ্গে ঘুম ভালো হলে দুর্ঘটনার প্রবণতাও কমে। পর্যাপ্ত ঘুমালে হতাশা কমে। ঘুমে ঘাটতি থেকে আসে হতাশা ও উদ্বেগ। বুঝতেই পারছেন প্রতিদিন পর্যাপ্ত ঘুম কতটা প্রয়োজন।

যাদের বিছানায় গেলেও ঘুমাতে দেরি হয়, তাদের জন্য এক মিনিটের কম সময়ে ঘুমানোর ম্যাজিক।

জেনে নিন:

• প্রথমে ৪ সেকেন্ড নাক দিয়ে শ্বাস নিন

• এরপর ৭ সেকেন্ড দম ধরে রাখুন। শ্বাস ছাড়বেন না

• এবার ৮ সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন

• বাতি নিভিয়ে বিছানায় শুয়ে এভাবে কয়েক বার করুন।

যখন এই ৪-৭-৮ নিঃশ্বাসের ব্যায়ামটি করা হয় তখন আমাদের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ হয়, কার্বন-ডাই-অক্সাইড দূর হয়ে যায় ও এতে মন শান্ত হয়। ফলে দ্রুত ঘুম পায়।

আরএম-১৫/১৫/০৩ (লাইফস্টাইল ডেস্ক)