তৈলাক্ত ত্বকই ব্রণের কারণ! দূর করার সহজ উপায় জেনে নিন

গরমে অনেকের ত্বক তৈলাক্ত হয়ে যায়! আবার অনেকেই আছেন যারা সারা বছরই এ সমস্যায় ভুগে থাকেন। যখন ত্বকে অতিরিক্ত সিবাম নিঃসৃত হয় তখনই ত্বক তৈলাক্ত হয়ে ওঠে। আর এই সিবাম ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে দেয়। ফলে ব্রণসহ দেখা দিতে পারে ত্বকের নানা সমস্যা।

নাক, কপাল এবং থুতনিতে তৈলাক্তভাব বেশি থাকায় এ জায়গাগুলোতে ব্রণ বেশি দেখা দেয়। তবে ঘরোয়া উপায়ে আপনি খুব সহজেই দূর করতে পারবেন এই ব্রণ। জেনে নিন সমাধান-

বেসন ও টক দইয়ের ফেস প্যাক   

তৈলাক্ত ত্বকে ব্রণ থেকে মুক্তি পেতে বেসন ও দইয়ের এই প্যাকটি বেশ কার্যকরী। বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে। আর টকদইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। যা ত্বকের মৃত কোষ দূর করে।

যেভাবে বানাবেন ফেসপ্যাকটি- 

বাটিতে এক টেবিল চামচ বেসন, দুই টেবিল চামচ টকদই, এক চা চামচ মধু, এক চিমটি হলুদ গুঁড়া, এক টেবিল চামচ লেবুর রস নিয়ে মিশিয়ে নিন। এবার এই প্যাকটি আপনার মুখে ভালোভাবে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ও দ্রুত ফলাফল পেতে এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন।