এক উপায়েই দূর হবে মুখের অবাঞ্চিত লোম

করোনার আতঙ্কে ঘরবন্দী হয়ে রূপ সচেতন নারীরা পড়েছেন বিপাকে। মুখের অবাঞ্ছিত লোম দূর করতে যারা পার্লারে যেতেন, তাদের সেই পথ এখন বন্ধ।

তবে এই সমস্যার সমাধান রয়েছে আপনার ঘরেই! প্রাকৃতিক দুটি উপাদান ব্যবহার করে ঘরে বসেই এই সমস্যার সমাধান পেতে পারেন। তাই রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে অবাঞ্ছিত লোম দূর করতে ভারতীয় রূপ-বিশেষজ্ঞ সামাইরা সন্ধুর দেয়া পরামর্শটি জেনে নিন-

লেবু ও চিনি এক সঙ্গে ফুটিয়ে ঠাণ্ডা করে ঘরেই ওয়াক্স বানিয়ে নিন। তবে ভালো মতো খেয়াল করতে হবে যেন এতে কোনো দানা না থাকে। এরপর ওয়াক্সটি লোমের উল্টো দিক অনুযায়ী লাগিয়ে নিন। এবার একটি পাতলা কাপড়ের সাহায্যে চাপ প্রয়োগ করে টান দিন। দেখবেন খুব সহজেই অবাঞ্চিত লোম উঠে এসেছে।