ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডস দূর করবেন কী ভাবে?

আধুনিক সময়ে ক্রমশ বদলাচ্ছে সৌন্দর্যের সংজ্ঞা। তেলে কাজলে সুন্দর হওয়ার দিন আর নেই। আজকাল প্রেসেন্টেবল হওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেখানেই বাধা হয়ে দাঁড়াচ্ছে ব্ল্যাকহেডস। বাইরে বের হলেই মুখে ধুলোবালির আস্তরণ পড়ে ও ব্ল্যাকহেডস তৈরি হয়।

নাকে ও মুখে ব্ল্যাকহেডস নিয়ে অনেকের দুশ্চিন্তার শেষ নেই। পার্লারে গিয়ে ফেসিয়াল, ক্লিনিং, স্ক্র্যাবিং অনেক কিছুই হয়তো করে থাকেন আপনি। তবে এই সমস্যা থেকে মুক্তি মিলছে না।

অন্য ত্বকের চেয়ে তৈলাক্ত ত্বকে এই সমস্যা বেশি দেখা দেয়। এখানে অ্যাকনে, পিম্পল, হোয়াইটহেড ও ব্ল্যাকহেডের সমস্যা থাকে।

তবে ৩টি উপাদান দিয়ে ঘরেই তৈরি করতে পারেন স্ক্রাব, যা ব্ল্যাকহেডস দূর করতে খুবই কার্যকর।

জেনে নিন কীভাবে স্ক্র্যাব তৈরি করবেন-

প্রথমে একটা কলা ভালো করে চটকে (পেস্ট) নিতে হবে। এর পর এর মধ্যে ২ চামচ ওটসের গুঁড়ো মিশিয়ে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিন। ওটস আমাদের মুখের মৃত কোষ দূর করতে এবং মুখের ময়লা দূর করতে সাহায্য করে।

মিশ্রণটি তৈরি হয়ে গেলে ভালো করে মুখে মাখুন। মিনিট দশেক ধরে হালকা হাতে স্ক্র্যাবিং করুন। স্ক্র্যাবিং হয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ব্ল্যাকহেডসের এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।