ঠোঁট রাঙানো ছাড়াও লিপস্টিকের রয়েছে ভিন্ন পাঁচ ব্যবহার

প্রত্যেক নারীই নিজেকে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় দেখাতে ঠোঁট রাঙিয়ে থাকেন। নানা রঙের লিপস্টিক তাইতো তাদের সংগ্রহেও থাকে। যাতে তা পোশাকের রঙের সঙ্গে মানিয়ে ব্যবহার করা যায়।

তবে জানেন কি, লিপস্টিক শুধু যে ঠোঁটই রাঙায় তা কিন্তু না। এর রয়েছে কিছু ভিন্ন ব্যবহারও। যা অনেকেই জানেন না। তাই চলুন জেনে নেয়া যাক লিপস্টিকের ভিন্ন ব্যবহারগুলো সম্পর্কে-

> আপনার কাছে যদি ক্রিম বেসড লিপস্টিক থাকে, তবে তা ব্লাশ হিসেবে কাজে লাগাতে পারেন। সামান্য লিপস্টিক আঙুলে নিয়ে দুই গালে লাগান। তারপর আঙুলের সাহায্যে ভালো করে গালে মেখে নিন। তাহলেই আপনি পেয়ে যাবেন মেকআপ লুক।

> যদি আপনার কাছে বাদামি রঙের লিপস্টিক থাকে, তবে ওই লিপস্টিক আপনি ব্রোঞ্জার হিসেবেও কাজে লাগাতে পারেন।

> আপনার কাছে থাকা লিকুইড লিপস্টিককে আইলাইনার হিসেবে কাজে লাগান। তাতেই রঙিন হয়ে উঠবে আপনার চোখ।

> আপনার আইশ্যাডো কী দীর্ঘস্থায়ী নয়? খুব দ্রুতই নষ্ট হয়ে যায়? তবে আপনি আইশ্যাডো হিসেবে লিপস্টিককে কাজে লাগাতে পারেন। তাতে দেখবেন আরো সুন্দর হয়ে উঠেছেন আপনি।

> ডার্ক সার্কেল দূর করার জন্য অনেকেই কনসিলার ব্যবহার করে থাকেন। জানেন কি, ডার্ক সার্কেলকে ঢেকে দিতে লাল রঙের লিপস্টিক খুব ভালো কাজ করে।