জীবক আচার্য
প্রশ্ন: আমাদের প্রেম করে বিয়ে। বিয়ের পর সবই ঠিক চলছিল। প্রথম দুবছর আমরা খুব ভালো সময় কাটিয়েছি। কিন্তু হঠাৎ করেই আমার স্ত্রী আমার মা বাবার বিরুদ্ধে অভিযোগ করা শুরু করে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি যে, কিছু জিনিস বাদ দাও। অত পাত্তা দিয়ো না। কিন্তু ও তা চাইত না। আমি আমার স্ত্রীর অভিযোগ ইচ্ছে করেই পাত্তা দিতাম না। কিন্তু গহযুদ্ধ বেড়েই চলল। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম। কিন্তু দেখলাম দিনের পর দিন ওর আমার প্রতি টান একেবারেই কমে আসছে।
আমাকে একদম পাত্তা দিচ্ছে না। এরপর আমার মা-বাবা আমাদের থেকে আলাদা হয়ে যেতে চাইলেন। বছরে একবার কি দুবার আমাদের সঙ্গে দেখা করতেন। এই ভাবে দুবছর চলার পর আমার স্ত্রীয়ের উপর খানিক সন্দেহ হল। ততদিনে আমার সঙ্গে সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে। একদিন হঠাৎ করে ওর ফোনের চ্যাটে নজর পড়ে যায়। দেখি ও ছেলে ও মেয়ের প্রতি সমান ভাবেই আকৃষ্ট। বেশ কিছু চ্যাট ডিলিট করা।
আমাকেও কিছু ম্যাসেজ থেকে হাইড করে রেখেছে। এর কিছু দিন পর আমার মাসতুতো শালী কিছুদিনের জন্য আমাদের বাড়িতে থাকতে আসে। তখন ওদের চ্যাট দেখে আমার সন্দেহ আরও গাঢ় হয়। এরপর হঠাৎ করেই একদিন দেখি আমার শালী আর আমার স্ত্রী শারীরিক সম্পর্কে লিপ্ত। আমি সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ি। আমি যখন ওকে বলি তখন ও আমায় সরি বলে। সেইসঙ্গে বলে ভুল হয়ে গিয়েছে। উত্তেজনার বশে করে ফেলেছে। কিন্তু এরপর জানতে পারি এরকম আরও বহুজনের সঙ্গেই বিয়ের পর থেকে ও শারীরিক ভাবে লিপ্ত হত। প্লিজ বলুন, আমি কি করতে পারি। শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে এই বিষাক্ত সম্পর্কটি বয়ে নিয়ে বেড়াচ্ছি।
সৌম্য আদক (৩৫), খড়দহ ( নাম পরিবর্তিত)
জীবক আচার্যর উত্তর
বিবাহ পরবর্তী এই রকম সমস্যা সত্যিই আমাদের হতাশার দিকে ঠেলে দেয়। আসলে বিয়ে হল দুটো মনের মিলন। স্বামী-স্ত্রী সম্পর্কের আগেও বন্ধু হওয়াটা খুব জরুরি। যেখানে দুজন দুনজনকে মন খুলে কথা বলতে পারবেন। সম্পর্কের প্রতি বিশ্বাস থাকবে, শ্রদ্ধা থাকবে। একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে। কিন্তু ভাঙতে? মাত্র কয়েক সেকেন্ড। দুজনে সম্পর্কটা নিয়ে কথা বলুন। শান্ত মনে দুজনেই দুজনের মতামত শুনুন। প্রফেশনাল জীবনের বাইরেও একে অপরকে একটু সময় দিন। খারাপ হোক, ভালো হোক নিজেদের ফিলিংসগুলো শেয়ার করুন। সম্পর্ক ভাঙার আগে অন্তত একবার কোনও কাউন্সিলারের কাছে দুজনেই যান। কাউন্সেলিং করান। ভালো থাকুন। দুজনে মিলে সুস্থ থাকুন। একটু একে অপরকে সময় দিন।
আরএম-১২/১৭/০৯ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: এই সময়)