বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে: ভারত

দুর্গাপুজোর সময় বাংলাদেশে যে সহিংসতা হয়েছে, তা উদ্বেগজনক বলে জানালো ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।

দুর্গপুজোর সময় বাংলাদেশে সহিংসতার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, এই ঘটনা উদ্বেগজনক। তবে ভারতীয় দূতাবাস ও কনসুলেট বাংলাদেশ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমানে যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পরিস্থিতির মোকবিলায় বাংলাদেশ সরকার যে দ্রুত ব্যবস্থা নিয়েছে ভারত তা লক্ষ্য করেছে।

কুমিল্লার নানুয়া দিঘির পারে পুজো মণ্ডপ থেকে বুধবার সকালে পবিত্র কোরআন উদ্ধার করেন কোতোয়ালী থানার ওসি। সেই ঘটনার পর কুমিল্লায় পূজামণ্ডপ, মন্দির ও প্রতিমা ভাঙচুর হয়েছে এবং আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ।

এর পর দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে কমপক্ষে ১০ জেলায়। সেসব জেলা থেকে মন্দির, মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে। চাঁদপুরের হাজীগঞ্জে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অরিন্দম বলেছেন, ”আমরা ধর্মীয় সমাবেশে আক্রমণ সহ উদ্বেগজনক ঘটনার রিপোর্ট দেখেছি। আমরা এটাও লক্ষ্য করেছি যে, বাংলাদেশ সরকার দ্রুত পরিস্থিতির মোকাবিলা করার জন্য আইনরক্ষকদের মোতায়েন করেছে।”

তিনি জানিয়েছেন, ”আমরা জানি, বাংলাদেশ সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার সাহায্যে বাংলাদেশে দুর্গাপুজো হয় এবং প্রচুর মানুষ সেখানে যান। আমাদের হাই কমিশন ও কনসুলেট সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে।”

এসএইচ-০৩/১৫/২১ (অনলাইন ডেস্ক, তথ্যসূত্র : ডয়চে ভেলে)