অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সহিংসতার দুষ্টুচক্রে পড়বে দেশ!

দেশের চলমান সংকট মোকাবিলায় নির্বাচন ছাড়া কোনো পথ নেই। তবে তা অংশগ্রহণমূলক না হলে দেশ সহিংসতার দুষ্টুচক্রে পড়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, সংবিধান মানলে তফসিল ঘোষণা ছাড়া নির্বাচন কমিশনের সামনে অন্য বিকল্প নেই। সমঝোতার বল এখন রাজনীতির কোর্টে তাই চলমান সংকট সমাধানের পথ সেখান থেকেই আসতে হবে বলছেন বিশ্লেষকরা।

দেশের চলমান সংকট মোকাবিলায় নির্বাচন ছাড়া কোনো পথ নেই। তবে তা অংশগ্রহণমূলক না হলে দেশ সহিংসতার দুষ্টুচক্রে পড়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, সংবিধান মানলে তফসিল ঘোষণা ছাড়া নির্বাচন কমিশনের সামনে অন্য বিকল্প নেই। সমঝোতার বল এখন রাজনীতির কোর্টে তাই চলমান সংকট সমাধানের পথ সেখান থেকেই আসতে হবে বলছেন বিশ্লেষকরা।

নির্বাচনের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে নির্বাচন কমিশন। শেষ ভাগে এসে ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে নির্বাচন কমিশন-ইসি। অন্যদিকে সংঘাত-সহিংসতা, হরতাল-অবরোধ। তাহলে কী আবারো সহিংস পরিস্থিতির মধ্যেই হবে দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন।

রাজনৈতিক বিশ্লেষক বলছেন, সংবিধান মানলে নির্বাচন কমিশনের হাতে তফসিল ঘোষণা ছাড়া কোনো বিকল্প নেই। সেই নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে সংঘাতের বেড়াজাল থেকে বের হওয়া যাবে না বলেই মনে করেন তারা।

রাজনৈতিক বিশ্লেষক ড. মোহাম্মদ আব্দুল আলিম সময় সংবাদকে বলেন, নির্বাচন কমিশন সাধারণত সংবিধান আলোকে; সংবিধানের নির্দেশিত সিদ্ধান্ত গ্রহণ করবে। যে আইন আছে, যে নিয়মকানুন আছে সেটা দেখে তারা সিদ্ধান্ত নেবেন। কাজেই এখানে কমিশনের খুব বেশি কিছু করার নেই।

সেক্ষেত্রে তারা বলছেন. বিকল্প হতে পারে কেবল রাজনৈতিক ঐক্যমত। তাই রাজনীতির মাধ্যমেই খুঁজতে হবে সমাধানের পথ। বিরোধীদের প্রতি বিশ্লেষকদের পরামর্শ একদফার একঘেয়েমি পরিহারের। তারা বলেন বিকল্প প্রস্তাব দেয়া মানেই পরাজয় না। এক্ষেত্রে ক্ষতাসীনদেরও এগিয়ে আসার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের।

রাজনৈতিক বিশ্লেষক ড. সাব্বির আহমেদ বলেন, বিএনপি যদি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত চূড়ান্ত করেই ফেলে, এটা আমাদের দেশের জন্য অশনিসংকেত। কারণ তারা তো বসে থাকবে না। তারা আবারও আন্দোলন করবে, হরতাল করবে। সংঘাত-সহিংসতার যে দুষ্টচক্র এটার সাথেই বোধহয় আগামী ৫ বছর বসবাস করতে হবে আমাদের।

জনগণের জন্য রাজনীতি করা দলগুলো জনসাধারণের কথা ভেবে কিছুটা হলেও নমনীয় অবস্থানে চলে আসবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এসএইচ-০৩/০১/২৩ (অনলাইন ডেস্ক, সূত্র :সময়)