নওগাঁর ৬ আসনেই মহাজোটের জয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এ ৬টি আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩৬৪ ভোট।

নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খান পেয়েছেন ৯৯ হাজার ৯১৬ ভোট।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ছলিম উদ্দীন তরফদার পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৭৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ভোট পেয়েছেন ১ লাখ ১৪২।

নওগাঁ-৪ (মান্দা) আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবুল হায়াত মোহাম্মদ সামসুল আলম প্রামাণিক পেয়েছেন ৪৯ হাজার ৯৭১ ভোট।

নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু পেয়েছেন ৮৩ হাজার ৭৫৯ ভোট।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইসরাফিল আলম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৪২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আলমগীর কবীর পেয়েছেন ৪৬ হাজার ১৫৪ ভোট।

এসএইচ-২৮/৩০/১৮ (উত্তরাঞ্চল ডেস্ক)