নওগাঁয় মোটরসাইকেলের ধাক্কায় মাহবুল আলম নামে ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে নওগাঁ-সান্তাহার রোডে শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুল নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বড়মহেষপুর গ্রামের আজগর আলীর ছেলে। তিনি জয়পুরহাট জেলার ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।
নওগাঁ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক একেএম মোরশেদ বলেন, মাহবুল আলম ফায়ার সার্ভিস স্টেশনে একটি বিশেষ কাজের জন্য এসেছিলেন।
কাজ শেষ করে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাহবুল আলম মারা যান।
বিএ-০৬/২৮-০৪ (উত্তরাঞ্চল ডেস্ক)