পুলিশের এসআইকে ঘুষি মেরে হাতকড়াসহ পালাল আসামি!

নওগাঁর মান্দায় আটক করে নিয়ে আসার সময় পুলিশ কর্মকর্তাকে ঘুষি মেরে হাতকড়াসহ সজল (৩০) নামের এক আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিরপালি বাজারে এ ঘটনা ঘটে।

পলাতক সজল উপজেলার মান্দার উত্তর কোঁচড়া গ্রামের মোজ্জাম্মেলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ সদর থানার একটি মামলার আসামি সজল। তার বাড়ি জেলার মান্দা থানায় হওয়ায় তাকে আটক করতে মান্দা থানা পুলিশকে অবগত করা হয়।

মঙ্গলবার মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক ফোর্স নিয়ে উপজেলার পিরপালি বাজারে অভিযান চালিয়ে সজলকে আটক করে। তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে করে থানায় নিয়ে আসার সময় তিনি এসআই নাজমুল হকের মুখে ঘুষি মেরে হাতকড়াসহ অন্য একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান।

এদিকে এ ঘটনার প্রায় একদিন পেরিয়ে গেলেও ওই আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

এসআই নাজমুল হক বলেন, ওই আসামিকে ধরার পর হাতকড়া লাগানো হলে সে মারপিট শুরু করে। আমি আহত হলে মোটরসাইকেল থেকে নেমে অন্য একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় চারজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে ধরার সর্বোচ্চ চেষ্টা চলছে।

বিএ-০৯/১৮-০৯ (উত্তরাঞ্চল ডেস্ক)