করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে ফেরার দু’দিন পর মৃত্যু

নওগাঁয় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক ব্যক্তি (৬০) মারা গেছেন। শুক্রবার ভোরে শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় বি-ব্লকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে শহরে আতঙ্ক দেখা দিয়েছে।

নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বলেন, ওই ব্যক্তি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। বুধবার তিনি নওগাঁয় আসেন। এরপর থেকেই জ্বর-সর্দিতে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানার পর তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু শুক্রবার ভোরে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি আগে থেকেই অ্যাজমা রোগে ভুগছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা নমুনা পরীক্ষার পরই জানা যাবে। তার পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সকলের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তার মরদেহ জেলা প্রশাসকের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

বিএ-০৩/১৭-০৪ (উত্তরাঞ্চল ডেস্ক)